Learn and Examine Yourself

বিসিএস প্রস্তুতি
বাংলা
বাংলা নাটক
 
1. ‘নবান্ন’ নাটক লিখেছেন-
সিকান্‌দার আবু জাফর
অমৃতলাল বসু
নুরুল মোমেন
বিজন ভট্টাচায
 
2. ‘সিরাজউদ্দৌলা’ নাটকের নাট্যকার-
দ্বিজেন্দ্রলাল রায়
গিরিশচন্দ্র
নুরুল মোমেন
মুনীর চৌধুরী
 
3. বাংলা সাহিত্যের প্রথম ঐতিহাসিক নাটক কোনটি?
অশোক
সাজাহান
সরোজিনী
কৃষ্ণকুমারী
 
4. গিরিশচন্দ্র ঘোষের প্রথম ও শ্রেষ্ঠ বিয়োগাত্মক নাটক-
চন্ড
জনা
প্রফুল্ল
হারানিধি
 
5. বাংলা মৌলিক নাটকের যাত্র শুরু হয় কোন নাট্যকারের হাতে?
মধুসূদন দত্ত
দীনবন্ধু মিত্র
জ্যোতিন্দ্রনাথ ঠাকুর
রামনারায়ণ তর্করত্ন
 

6. 'মহাকবি আলাওল' নাটিকটির রচয়িতা কে?
সিকান্‌দার আবু জাফর
আনিস চৌধুরী
সৈয়দ ওয়ালীউল্লাহ
শওকত ওসমান
 
7. নাটক ও প্রহসনে পার্থক্য-
ব্যঙ্গ বিদ্রূপ
উপাখ্যান
সংলাপ
চরিত্র
 
8. নিচের কোনটি নাটক?
এক পয়সার বাঁশি
বহুবচন
উত্তরণ
খাতার শেষপাতা
 
9. 'শোধ-বোধ ' নাটকটি কে রচনা করেছেন?
হুমায়ুন আহমেদ
হানিফ সংকেত
মামুনুর রশীদ
মাসুম রেজা
 
10. ‘মৃচ্ছকটিক’ নাটকের রচয়িতার নাম কী?
ভরত
মন্ময় রায়
শুদ্রক
ডি এল রায়
 

       

Try Again

Back To MCQ Page