Learn and Examine Yourself

বিসিএস প্রস্তুতি
বাংলা
বাংলা উপন্যাস
 
1. ‘প্রসন্ন পাষাণ’ উপন্যাসটি কার রচনা?
আলাউদ্দিন আল আজাদ
আবুল হোসেন
রাবেয়া খাতুন
রশীদ করিম
 
2. কোন গ্রন্থটি বাংলা সাহিত্যে উপন্যাস রচনার প্রথম প্রয়াস?
কলিকাতা কমলালয়
নববাবুবিলাস
নববিবি বিলাস
ফুলমণি ও করুণার বিবরণ
 
3. বাংলা উপন্যাসের প্রাথমিক পর্যায়ে কোন বিষয়টি বিশেষ প্রাধান্য বিস্তার করেছিল?
সামাজিক কাহিনী
সমাজের বঙ্গরসাত্মক চিত্র
সামাজিক নির্যাতন
বাঙালির জীবন কাহিনী
 
4. ‘লোকে সিন্দু’ উপন্যাসটির রচয়িতা কে?
লালন ফকির
হাসন রাজা
ফকির আলমগীর
পাগলা কানাই
 
5. মোজাম্মেল হক রচিত উপন্যাস কোনটি?
আবদুল্লাহ
আনোয়ারা
জোহরা
বনলতা
 

6. ‘তিতাস একটি নদীর নাম’ কোন ধরনের শিল্পকর্ম?
গল্পসংগ্রহ
ভ্রমণকাহিনী
উপন্যাস
প্রবাদ সংকলন
 
7. ‘আনোয়ারা’ উপন্যাসটি খ্রিস্টীয় কত সালে প্রথম প্রকাশিত হয়?
১৯৫২ সালে
১৮৯৯ সালে
১৯৩৫ সালে
১৯১৪ সালে
 
8. কোনটি সঠিক?
রৌদ্র করোটিতে-ভ্রমণ কাহিনী
রাইফেল রোটি আওরাত-নাটক
সোজন বাদিয়ার ঘাট-সেনেমা
ঘর মন জানালা-উপন্যাস
 
9. ‘আবদুল্লাহ’ উপন্যাসটির লেখক কে?
গোলাম মোস্তফা
শওকত ওসমান
কাজী ইমদাদুল হক
মীর মশাররফ হোসেন
 
10. বাংলা ভাষার প্রথম উপন্যাস কোনটি?
হুতোম পাঁচার নকশা
আলালের ঘরের দুলাল
দুর্গেশনন্দিনী
পথের দাবী
 

       

Try Again

Back To MCQ Page