Learn and Examine Yourself

বিসিএস প্রস্তুতি
বাংলা
কারক ও বিভক্তি
 
1. যাকে উদ্দেশ্য করে ক্রিয়া সম্পাদিত হয় তাকে বলে-
কর্তৃকারক
সম্প্রদান কারক
কারণ কারক
কর্মকারক
 
2. খালেদ বই পড়ে- বাক্যে বই শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
করণে শূন্য
অধিকরণে শূন্য
কর্মে শূন্য
অপাদানে শূন্য
 
3. ক্রিয়ার বিষয়কে কি বলে?
কর্ম
পদ
সমাস
করণ
 
4. ‘মানুষে ভাবে এক, হয় আর এক’- বাক্যে মানুষে শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
কর্তৃকারকে সপ্তমী
কর্মকারকে সপ্তমী
অপাদান কারকে সপ্তমী
অধিকরণ কারকে সপ্তমী
 
5. ব্যতিহার কর্তার উদাহরণ কোনটি?
ছেলেরা ফুটবল খেলছে
মুষলধারে বৃষ্টি পড়ছে
বাঘে-মহিষে এক ঘাটে জল খায়
শিক্ষক ছাত্রদের ব্যাকরণ পড়াচ্ছেন
 

6. “শুধু বিঘে দুই ছিল মোর ভুঁই”- এখানে 'ভুঁই’ কোন কারকে কোন বিভক্তি?
কর্মে ৭মী
করণে শূন্য
কর্মে শূন্য
অধিকারণে শূন্য
 
7. কর্তৃকারকে শূন্য বিভক্তির উদাহরণ কোনটি?
ছাগলে কিনা খায়
টাকায় টাকা আনে
আরেফ বই পড়ে
ডাক্তার ডাক
 
8. দশে মিলে করি কাজ- বাক্যে ‘দশে’ কোন কারকে কোন বিভক্তি?
কর্তৃকারকে ২য়া
সম্প্রদান কারকে ৭মী
কর্তৃকারকে ৭মী
কর্তৃকারকে ৪র্থী
 
9. ‘দেবতার ধন কে যায় লয়ে ফিরায়ে লয়ে’- এ বাক্যে ‘দেবতার’ পদটি-
সম্প্রদানে ষষ্ঠী
সম্বন্ধে ষষ্ঠী
কর্মে ষষ্ঠী
কর্তায় ষষ্ঠী
 
10. বিভক্তি কত প্রকার?
৫ প্রকার
২ প্রকার
৭ প্রকার
৩ প্রকার
 

       

Try Again

Back To MCQ Page