Learn and Examine Yourself

বিসিএস প্রস্তুতি
বাংলা
ধাতু, প্রকৃতি এবং প্রত্যয়
 
1. ক্রিয়া বা ধাতুর পরে যে প্রত্যয় যুক্ত হয় তাকে বলে-
ধাতু প্রত্যয়
শব্দ প্রত্যয়
কৃৎ প্রত্যয়
তদ্ধিত প্রত্যয়
 
2. প্রত্যয়ান্ত শব্দ-
পেশা
পাশা
পিপাসা
প্রত্যাশা
 
3. শব্দ গঠনের জন্য শব্দ বা নাম প্রকৃতির েএবং ক্রিয়াপ্রকৃতির পরে যে শব্দাংশ যুক্ত হয়, তাকে কি বলে?
প্রত্যয়
প্রকৃতি
অনুসর্গ
উপসর্গ
 
4. ‘√কাঁদ্+অন’- কোন প্রত্যয়ের অন্তর্ভূক্ত?
কৃৎপ্রত্যয়
তদ্ধিত প্রত্যয়
প্রাতিপদিক
সংস্কৃত তদ্ধিত প্রত্যয়
 
5. ধাতুর সঙ্গে কৃৎ প্রত্যয় যোগে যে নতুন শব্দ গঠিত হয় তাকে বলে-
তদ্ধিতান্ত শব্দ
তদ্ধিত প্রত্যয়
কৃদন্ত শব্দ
প্রাতিপদিক শব্দ
 

6. প্রত্যয় কত প্রকার?
২ প্রকার
৩ প্রকার
৪ প্রকার
৫ প্রকার
 
7. ‘বাঁধ্‌+অন=বাঁধন’ কোন শব্দ?
কৃদন্ত শব্দ
তদ্ধিতান্ত শব্দ
ধনাত্মক শব্দ
কোনোটিই নয়
 
8. কাজটি ভাল দেখায় না- এই বাক্যর ‘দেখায়’ ক্রিয়াটি কোন ধাতুর উদাহরণ?
মৌলিক ধাতুর
নাম ধাতুর
প্রযোজক ধাতুর
কর্মবাচ্যের ধাতুর
 
9. পাঠক শব্দটি কোন শ্রেণির ধাতু হতে গঠিত?
সংস্কৃত
দেশি
কাঁটি বাংলা
বিদেশি
 
10. ‘দোলনা’ শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি?
দুল্‌+না
দোল্‌+না
দোল্‌+অনা
দোলনা+আ
 

       

Try Again

Back To MCQ Page