Learn and Examine Yourself

প্রাইমারি পরীক্ষা
সহকারী শিক্ষক, পদ্মা- ২৪.০২.১২
 
1. এক ব্যক্তি ক্রয়মূল্যের উপর ৫০% বেশি হিসেব করে বিক্রয়মূল্য নির্ধারণ করে। সে নির্ধারিত বিক্রয়মূল্যের উপর ১০% কমিশন দিয়ে জিনিস বিক্রয় করে। তার মোটের উপর শতকরা কত লাভ হয়?
৫০ টাকা
৪৫ টাকা
৪০ টাকা
৩৫ টাকা
 
2. যে বর্ণ বা বর্ণ সমষ্টি ধাতু বা শব্দের পরে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকে বলে ---
ক্রিয়া
উপসর্গ
বিভক্তি
প্রত্যয়
 
3. WHO-এর সদর দফতর কোথায়?
ইউএসএ
ইতালি
সুইজারল্যান্ড
ফ্রান্স
 
4. কোনো একটি জিনিস নির্মাতা ২০% লাভে ও খুচরা বিক্রেতা ২০% লাভে বিক্রয় করে। যদি ঐ জিনিসের নির্মাণ খরচ ১০০ টাকা হয় তবে খুচরা মূল্য কত?
১৪০ টাকা
১৪৪ টাকা
১২৪ টাকা
১২০ টাকা
 
5. 'Vacant' শব্দের Synonym হচ্ছে --
Busy
Blank
Engaged
Employed
 

6. যে যে পদে সমাস হয় তাদের প্রত্যেকটির নাম কি?
ব্যাসবাক্য
সমস্যমান পদ
সমাসবাক্য
সমস্তপদ
 
7. কর্মধারয় সমাসে কোন পদ প্রধান?
পূর্ব পদ
পর পদ
উভয় পদ
অন্য পদ
 
8. শীতলক্ষ্যা নদী উৎপন্ন হয়েছে ---
যমুনা নদী হতে
মেঘনা নদী হতে
পদ্মা নদী হতে
ব্রহ্মপুত্র নদী হতে
 
9. "পাগলে" কিনা বলে। ---বাক্যে উদ্ধৃত শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
কর্তায় ষষ্ঠী
কর্তায় ২য়া
কর্তায় ৭মী
কর্তায় শূন্য
 
10. নিচের কোনটি জীবাশ্ম জ্বালানী নয়?
পেট্রোলিয়াম
বায়োগ্যাস
কয়লা
প্রাকৃতিক গ্যাস
 

       

Try Again

Back To MCQ Page