Learn and Examine Yourself

প্রাইমারি পরীক্ষা
সহকারী শিক্ষক নিয়োগ, কর্ণফুলী- ২৪.০২.১২
 
1. কোন বানানটি শুদ্ধ?
পসারিণী
পসারিনি
পসারিনী
পসারীনী
 
2. পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য কোনো দেশের মোট আয়তনের শতকরা কত ভাগ বনভূমি থাকা আবশ্যক?
৯ ভাগ
১৬ ভাগ
১৯.৮ ভাগ
২৫ ভাগ
 
3. লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘণ্টায় ১৫ কিমি ও ৫ কিমি। নদী পথে ৪০ কিমি দূরত্ব অতিক্রম করে পুনরায় যথাস্থানে ফিরে আসতে সময় লাগবে---
৫ ঘণ্টা
৬ ঘণ্টা
৭ ঘণ্টা
৮ ঘণ্টা
 
4. কোন ধাতু সবচেয়ে তাড়াতাড়ি ক্ষয়প্রাপ্ত হয়?
দস্তা
অ্যালুমিনিয়াম
তামা
পরস্পরের সংস্পর্শে থাকা তামা ও অ্যালুমিনিয়াম
 
5. একটি সুষম ষড়ভুজের একটি অন্তঃকোণের পরিমাণ হবে ---
৯০ ডিগ্রী
১০৫ ডিগ্রী
১২০ ডিগ্রী
১৪৫ ডিগ্রী
 

6. পৃথিবীকে একবার প্রদক্ষিণ করতে চাঁদ-এর সময় লাগে ---
২৯ দিন ১২ঘণ্টা
২৭ দিন ১৭ ঘণ্টা
২৮ দিন ২ ঘণ্টা
২৮ দিন ৫ ঘণ্টা
 
7. 'Never tell a lie.' বাক্যটির Passive form হবে----
Let not a lie ever be told
Let a lie never be told
Let a lie not ever be told
Let never be told a lie
 
8. প্রাণী কোন প্রক্রিয়ায় কার্বন ডাই-অক্সাইড তৈরি করে?
ব্যাপন
রেচন
শ্বসন
অভিস্রবণ
 
9. 'আবক্ষ জলে নেমে স্নান।' -এক কথায় কী হবে?
স্নান
প্রক্ষালন
অবগাহন
পদধৌত
 
10. কোনটি Common Noun?
Truth
Bank
Victory
Lenght
 

       

Try Again

Back To MCQ Page