Learn and Examine Yourself

প্রাইমারি পরীক্ষা
সহকারী শিক্ষক ০১.০৬.১৮
 
1. বাড়ি থেকে নদী দেখা যায়- কোন কারকে কোন বিভক্তি ?
অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি
অধিকরণ কারকে পঞ্চমী বিভক্তি
অপাদান কারকে পঞ্চমী বিভক্তি
অধিকরণ কারকে তৃতীয়া বিভক্তি
 
2. যে ক্রিয়া কিছু আগে শেষ হয়েছে কিন্তু তার ফল এখনো রয়েছে তাকে বলে-
সাধারণ অতীত
পুরাঘটিত বর্তমান
নিত্যবৃত্ত অতীত
ঘটমান বর্তমান
 
3. 'সার্বভৌম' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি ?
সার্ব+ভৌম
সর্বভূমি+ ষ্ঞ
সার্বভৌ+ ম
ষ্ঞ+ সর্বভূমি
 

4. "এ জগতে হায়, সেই বেশি চায় আছে যার ভুরি ভুরি। রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি"- চরণদ্বয় রবীন্দ্রনাথের কোন কবিতার অংশ-
দেবতার গ্রাস
দুই বিঘা জমি
পুরাতন ভৃত্য
নিষ্ফল উপহার
 
5. 'ব্যষ্টি' এর বিপরীতার্থক শব্দ কোনটি ?
সমষ্টি
ভবিষ্যৎ
সৃষ্টি
বৃদ্ধি
 
6. সর্বাঙ্গে ব্যথা, ওষুধ দিব কোথা -এখানে সর্বাঙ্গে শব্দটি কোন কারকে কোন বিভক্তি ?
অধিকরণে দ্বিতীয়া
কর্তায় সপ্তমী
অধিকরণে সপ্তমী
অপাদানে তৃতীয়া
 

       

Try Again

Back To MCQ Page