Learn and Examine Yourself

শিক্ষক নিবন্ধন
৬ষ্ঠ বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা-(কলেজ/সমপর্যায়)
 
1. বাংলা ভাষায় মাত্রাহীন বর্ণ কয়টি?
৭ টি
৮টি
৯টি
১০টি
 
2. 'বৈরাগ্য সাধনে ----- সে আমার নয়' শূণ্যস্থান পূরণ করুন।
মুক্তি
আনন্দ
বিশ্বাস
আশ্বাস
 
3. 'ফপর দালালি' -এ বাগধারাটির সঠিক অর্থ কোনটি?
ঠোঁট কাটা
কান্ডজ্ঞানহীন
গায়ে পড়ে মাতব্বরী
ধনের অহংকার
 

4. পর্বত শব্দের সমার্থক নয় কোনটি?
অচল
ভূধর
অদ্রি
উপল
 
5. 'বন্যেরা বনে সুন্দর , শিশুরা মাতৃক্রোড়ে ' এ উক্তিটির প্রকৃত তাৎপর্য হচ্ছে--
বনের পশু বনে থাকতেই ভালবাসে
প্রকৃতি রুপ সৌন্দর্য আদি ও অকৃত্রিম
আদিবাসী মানুষ অরণ্য জনপদে বাস করে
জীবনমাত্রই স্বাভাবিক অবস্থানে সুন্দর
 
6. শুদ্ধ বানান কোনটি?
দীনতা
দৈন্যতা
দীন্যতা
দিনতা
 

       

Try Again

Back To MCQ Page