Learn and Examine Yourself

শিক্ষক নিবন্ধন
৭ম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা-(কলেজ/সমপর্যায়)
 
1. তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে দেশের প্রথম হাইটেক পার্ক কোথায় অবস্থিত?
গাজীপুর জেলার কালিয়াকৈর
ঢাকা জেলার সাভার
সিলেট জেলার বিয়ানীবাজার
চট্রগ্রাম জেলার রাউজান
 
2. 'গৌরচন্দ্রিকা' বাগধারাটি কোন অর্থে ব্যবহৃত হয়?
বাড়তি বোঝা
রুপের মোহ
ভূমিকা
ফিটফাট
 
3. একটি চৌবাচ্চার দৈর্ঘ্য ৫ মিটার, প্রস্থ ৪ মিটার ও উচ্চতা ৩ মিটার। চৌবাচ্চাটিতে কত লিটার পানি ধরবে?
৬০ লিটার
৬০০ লিটার
৬০০০ লিটার
৬০০০০ লিটার
 
4. In which form of writing is it needed to mention the date and place of writing ?
paragraph
Essay
Report
Novel
 
5. 'The Arabian Nights' (be) my favorite book.
is
are
has
were
 
6. choose the correct sentence:
He is temper
He is in tempers
He is in a temper
He is the temper
 

7. f x =x-32x+1 হলে, f 0 =
3
-3
1/3
-1/3
 
8. 'তেপান্তর' কোন সমাসের উদাহরণ?
দ্বিগু
অব্যয়ীভাব
নিত্য সমাস
বহুব্রীহি
 
9. choose the right Bangla translation of " He came off with flying colours."
তিনি গৌরবময় সাফল্য অর্জন করেন
তিনি উড়ন্ত রং নিয়ে এসেছিলেন
তিন রং ছিটাতে ছিটাতে এসেছিলেন
বিজয়ের গৌরব নিয়ে তিনি উড়ে এসেছিলেন
 
10. মুক্তিযুদ্ধের উপর রচিত কবিতা " সেপ্টেম্বর অন যশোর রোড" এর রচয়িতা কে?
নোয়েল কাউয়ার্ড
বব ডিলান
জর্জ হ্যারিসন
এলেন গিন্সবার্গ
 

       

Try Again

Back To MCQ Page