Learn and Examine Yourself

শিক্ষক নিবন্ধন
৮ম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা-(কলেজ/সমপর্যায়)
 
1. যে সকল পদের সমন্বয়ে সমাস হয় তাকে কি বলে?
সমস্ত পদ
সমস্যমান পদ
পূর্বপদ
উভয়পদ
 
2. 'লঙ্কা বাটা' এর সঠিক ব্যাস বাক্য কোনটি?
লঙ্কা ও বাটা
যা লঙ্কা তাই বাটা
লঙ্কার বাটা
বাটা যে লঙ্কা
 
3. সাধুরীতিতে কোন পদটির দীর্ঘরুপ হয় না?
বিশেষ্য
সর্বনাম
অব্যয়
ক্রিয়া
 

4. সাধারণ গুণের উল্লেখ না করে উপমেয় পদের সাথে উপমানের যে সমাস হয় তাকে বলা হয়--
উপমান কর্মধারয়
উপমিত কর্মধারয়
রুপক কর্মধারয়
মধ্যপদলোপী কর্মধারয়
 
5. 'উদ্ধত্য' শব্দের বিপরীত শব্দ কী?
সরল
মহানুভব
বিনয়
জ্ঞানী
 
6. 'হরতাল' কী ধরনের শব্দ?
তুর্কি
চীনা
পাঞ্জাবি
গুজরাটি
 

       

Try Again

Back To MCQ Page