Learn and Examine Yourself

শিক্ষক নিবন্ধন
৯ম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা-(কলেজ/সমপর্যায়)
 
1. স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে চরমপত্র পাঠ করতেন ----
তোফায়েল আহমেদ
আব্দুল গাফফার চৌধুরী
সুনীল গঙ্গোপাধ্যায়
এম. আর. আখতার মুকুল
 
2. ২০১৬ সালে অলিম্পিক গেমস অনুষ্ঠিত হবে ---
রিও ডি জেনিরোতে
টোকিওতে
মেক্সিকো সিটিতে
জাকার্তায়
 
3. মুজিবনগর সরকারের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী কে ছিলেন?
ক্যাপ্টেন এম. মনসুর আলী
তাজউদ্দীন আহমদ
খন্দকার মোশতাক আহমদ
এ. এইচ. এম. কামারুজ্জামান
 

4. ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ কোন একটি কাল্পনিক রেখা বাংলাদেশের উপর দিয়ে গেছে?
মূল মধ্যরেখা
আন্তর্জাতিক তারিখ রেখা
মকর ক্রান্তি রেখা
কর্কটক্রান্তি রেখা
 
5. বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে?
১৯৭২ সালে
১৯৭৪ সালে
১৯৮০ সালে
১৯৮২ সালে
 
6. জাতিসংঘের কার্যকরী সভা কোনটি?
সাধারণ পরিষদ
নিরাপত্তা পরিষদ
সচিবালয়
অছি পরিষদ
 

       

Try Again

Back To MCQ Page