Learn and Examine Yourself

শিক্ষক নিবন্ধন
১০ম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা-(কলেজ/সমপর্যায়)
 
1. 'গাড়ি স্টেশন ছাড়লো' --কোন কারক?
অধিকরণ কারক
করণ কারক
অপাদান কারক
কর্মকারক
 
2. সমাস নির্ণয় করুন -- বেআইনি
অব্যয়ীভাব
নঞ তৎপুরুষ
উপপদ তৎপুরুষ
নিত্য সমাস
 
3. 'ঘরের শত্রু বিভীষণ' বাগধারাটির অর্থ ---
বদ্ধুভাবাপন্ন
শত্রু
রাবণের ভাই
যে গৃহ বিবাদ করে
 

4. ব্যক্তিগত পত্রে কতটি অংশ থাকে?
চার
পাঁচ
ছয়
সাত
 
5. 'দ্যুলোক' শব্দের অর্থ ---
আকাশ
বাতাস
পৃথিবী
পাতাল
 
6. কোনটি প্রান্তিক বিরাম চিহ্ন?
দাঁড়ি
কমা
কোলন
ড্যাস
 

       

Try Again

Back To MCQ Page