Learn and Examine Yourself

শিক্ষক নিবন্ধন
১৩তম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা-(কলেজ/সমপর্যায়)
 
1. একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রত্যেকটির দৈর্ঘ্য 10 সে.মি এবং বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ 45° হলে ত্রিভুজের ক্ষেত্রফল কত বর্গ সে.মি ?
25
252
30
255
 
2. একটি বর্গের কর্ণের দৈর্ঘ্য 42 একক হলে ঐ বর্গের ক্ষেত্রফল কত?
16 বর্গ একক
32 বর্গ একক
8 বর্গ একক
3 বর্গ একক
 
3. 3 cm, 4 cm এবং 5 cm ব্যাসার্ধবিশিষ্ট তিনটি গোলক গলিয়ে একটি গোলক তৈরি করা হলে গোলকের ব্যাসার্ধ কত?
5 cm
6 cm
7 cm
8 cm
 

4. সোমপুর বিহার কে প্রতিষ্ঠা করেন ?
দেবপাল
ধর্মপাল
শশাংক
রাজা গোপাল
 
5. বাংলা ভাষাকে বাংলাদেশ ব্যতীত যে দেশের রাষ্ট্রভাষা করা হয়েছে?
সোমালিয়া
নেপাল
সিয়েরালিওন
লিবিয়া
 
6. দুটি সন্নিহিত কোণের সমষ্টি ১৮০ ডিগ্রী হলে একটিকে অপরটির কী কোণ বলে?
সন্নিহিত কোণ
সমকোণ
পূরক কোণ
সম্পূরক কোণ
 

       

Try Again

Back To MCQ Page