Learn and Examine Yourself

প্রাইমারি পরীক্ষা
সহকারী শিক্ষক, তিস্তা- ০৮.০১.১০
 
1. সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের নাগরিকগণ বাংলাদেশী বলে পরিচিত হবেন?
৭(১)
৬(১)
৬(২)
 
2. কোনটি শুদ্ধ বানান?
শুশ্রূষা
সুশ্রুষা
শূশ্রুষা
শুশ্রুসা
 
3. এক ব্যক্তি ক্রয় মূল্যের ওপর ৫০% হিসাব করে বিক্রয় মূল্য নির্ধারণ করে। সে নির্ধারিত বিক্রয় মূল্যের ওপর ১০% কমিশন দিয়ে জিনিস বিক্রয় করে। তার মোটের ওপর শতকরা কত লাভ হবে?
৩০ টাকা
৩৫ টাকা
৪০ টাকা
৫৫ টাকা
 

4. 'Illicit' --এর সমার্থক শব্দ কোনটি?
Fake
Unlawful
Legal
Compatible
 
5. আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণাপত্র করে জারি করা হয়?
১৭ এপ্রিল ১৯৭১
২৫ মার্চ ১৯৭১
৭ মার্চ ১৯৭১
১০ এপ্রিল ১৯৭১
 
6. মহামুনি বিহার কোথায় অবস্থিত?
দিনাজপুরের ফুলবাড়িতে
চট্ট্রগ্রামের রাউজানে
জামালপুরের দেওয়ানগঞ্জে
সিলেটের হবিগঞ্জে
 

       

Try Again

Back To MCQ Page