Learn and Examine Yourself

প্রাইমারি পরীক্ষা
সহকারী শিক্ষক, তিস্তা- ০৮.০১.১০
 
1. ২, ৫, ৭, ৮, --------ধারাটির অষ্টম পদ হবে ---
১১
১২
১৩
১৪
 
2. বাংলাদেশে সংবিধান সর্বপ্রথম কোন তারিখে গণপরিষদে উত্থাপিত হয়?
১৬ ডিসেম্বর, ১৯৭২
১২ অক্টোবর, ১৯৭২
১৬ ডিসেম্বর, ১৯৭৩
১২ অক্টোবর, ১৯৭৩
 
3. একজন বিক্রেতা ১২.৫% ক্ষতিতে একটি জিনিস বিক্রি করেন। যে মূল্য তিনি জিনিস বিক্রি করলেন, তার চেয়ে ৩০ টাকা বেশি মূল্যে বিক্রি করলে ক্রয় মূল্যের উপর তাঁর ২৫% লাভ হত। জিনিসটির ক্রয় মূল্য কত?
৭৫ টাকা
৮০ টাকা
৮৫ টাকা
৯০ টাকা
 
4. একজন ফল ব্যবসায়ী প্রতি ডজন ১৫০ টাকা দরে কিছু আম এবং প্রতি ডজন ১০০ টাকা দরে সমান সংখ্যক আপেল কিনলেন। ডজন প্রতি ১৪০ টাকা দরে সব ফল বিক্রি করলে, তার কত লাভ হবে?
৮%
১০%
১২%
১৫%
 
5. ভূমিকম্প নির্দেশক যন্ত্রের নাম কি?
ব্যারোমিটার
সিসমোমিটার
ল্যাকটোমিটার
থার্মোমিটার
 
6. To meet trouble half-way phrase --টির অর্থ কি?
To get nervous
To be puzzled
To gearup
To be disappointed
 

7. 'কাঁদুনি'শব্দের সন্ধি বিচ্ছেদ হবে ---
কাঁদ + নি
কঁদো + উনি
কাঁদ + ঊনি
কাঁদ + উনি
 
8. "অহঙ্কার" পতনের মূল ---বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
কর্মে শূন্য
করণে শূন্য
অপাদানে শূন্য
অধিকরণে শূন্য
 
9. a+1a=3 হলে, a3+1a3= কত ?
33
23
9
 
10. ৩টি গরুর মূল্য ৯টি খাসির মূল্যের সমান। ২টি গরুর মূল্য ২৪,০০০ টাকা হলে, ২টি খাসির মূল্য কত?
৮,০০০ টাকা
৯,০০০ টাকা
৯,৫০০ টাকা
১০,০০০ টাকা
 

       

Try Again

Back To MCQ Page