Learn and Examine Yourself

প্রাইমারি পরীক্ষা
সহকারী শিক্ষক, করতোয়া- ০৮.০১.১০
 
1. ১৫০.০০ টাকা দিয়ে একটি জিনিস ক্রয় করে কত টাকা বিক্রয় করলে ৩০% লাভ হবে?
১৯৫ টাকা
১৮০ টাকা
৯০ টাকা
৪৫ টাকা
 
2. কোনটি শুদ্ধ বানান?
Posesion
Posession
Possesion
Possession
 
3. 'মহাকবি আলাওল' নাটকটির রচয়িতা কে?
সিকানদার আবু জাফর
আনিস চৌধুরী
সৈয়দ ওয়ালীউল্লাহ
শওকত ওসমান
 
4. একটি পরীক্ষায় ৭৫টি প্রশ্ন ছিল। রহিম ৬০টি প্রশ্নের শুদ্ধ উত্তর দিয়েছে। সে শতকরা কতটি প্রশ্নের শুদ্ধ উত্তর দিয়েছে?
৭৫%
৬০%
৯০%
৮০%
 
5. 'ঢেউ' এর সমার্থক শব্দ নয় ----
তরঙ্গ
ঊর্মি
বারিধি
বীচি
 
6. ঢাকা বিভাগে কয়টি জেলা?
১৪টি
১৫টি
১৩টি
১২টি
 

7. 'Hand' শব্দটির Verb হচ্ছে-----
Handle
Handly
Hand
Enhand
 
8. কোনটি শুদ্ধ বানান?
অদ্যপি
অদ্যাপি
অদ্যপী
অদ্যাপী
 
9. "Come in, my friend, said I" বাক্যটির সঠিক Indirect speech ----
Addressing him as my friend, he said him to go in
Addressing him as my friend, I told him to go in
Addressing him as my friend, I have said him to go in
Addressing him as my friend, I asked him to go in
 
10. বর্ণালীর প্রান্তীয় বর্ণ কি কি?
বেগুনি ও হলুদ
লাল ও নীল
নীল ও সবুজ
বেগুনি ও লাল
 

       

Try Again

Back To MCQ Page