Learn and Examine Yourself

প্রাইমারি পরীক্ষা
সহকারী শিক্ষক, কপোতাক্ষ- ০৮.০১.১০
 
1. 'মনীষা'---এর সন্ধি -বিচ্ছেদ -----
মন + ইষা
মন + ঈষা
মনস + ইষা
মনস + ঈষা
 
2. 'হজ্জযাত্রা' কোন সমাসের উদাহরণ?
৩য়া তৎপুরুষ
৪র্থী তৎপুরুষ
৫মী তৎপুরুষ
৭মী তৎপুরুষ
 
3. 'লবণ' এর সন্ধি বিচ্ছেদ ----
লো + অন
লব + অন
লোব + অন
লু + বন
 

4. 'শেষের কবিতা' একটি ---
কাব্যগ্রন্থ
উপন্যাস
ছোটগল্প
নাটক
 
5. 'জমীদার দর্পণ' নাটকটির রচয়িতা কে?
মীর মশাররফ হোসেন
অমৃতলাল বসু
মনোমোহন বসু
কালীপ্রসন্ন সিং
 
6. 'কালের যাত্রা' নাটকটির রচয়িতা ---
রবীন্দ্রনাথ ঠাকুর
অমৃতলাল বসু
নবীনচন্দ্র সেন
মনোমোহন বসু
 

       

Try Again

Back To MCQ Page