Learn and Examine Yourself

প্রাইমারি পরীক্ষা
সহকারী শিক্ষক, ইছামতি- ০৮.০১.১০
 
1. সামান্তরিকের বিপরীত কোণের অন্তদ্বিখণ্ডদ্বয়----
পরস্পর সমান
পরস্পর সমান্তরাল
পরস্পরের উপর লম্ব
পরস্পর একটি বিন্দুতে ছেদ করে
 
2. "আজকে" নগদ কালকে ধার ---বাক্য নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
অপাদানে ২য়া
অধিকরণে ২য়া
কর্মে শূন্য
করণে ২য়া
 
3. ক ও খ এর মধ্যে ১৮০ টাকা এমনভাবে ভাগ করে দেয়া হয় যেন খ, ক এর দ্বিগুণ পায়। ক কত টাকা পায়?
৪৫ টাকা
৬০ টাকা
৯০ টাকা
১৩৫ টাকা
 
4. বাংলাদেশের মন্ত্রীপরিষদ তাদের কাজকর্মের জন্য কার কাছে দায়ী?
রাষ্ট্রপতির কাছে
জনগণের কাছে
প্রধানমন্ত্রীর কাছে
জাতীয় সংসদের কাছে
 
5. তিন পুত্রের বয়সের গড় ১৬ বছর। পিতাসহ পুত্রদের বয়সের গড় ২৫ বছর। পিতার বয়স কত?
৪৫ বছর
৪৮ বছর
৫০ বছর
৫২ বছর
 
6. পৃথিবীর বৃহত্তম নদী কোনটি?
হোয়াংহো
নীল
আমাজান
কঙ্গো
 

7. ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র ---
সেক্সট্যান্ট
ম্যানোমিটার
ক্রেসকোগ্রাফ
সিসমোগ্রাফ
 
8. সুন্দরবন কোন ধরনের বন?
রেইন
কনিয়ার
ম্যানগ্রোভ
কোনোটিই নয়
 
9. মনিটরের কাজ হলো ----
গাণিতিক সমাধান করা
লেখা ও ছবি দেখানো
বিভিন্ন কাজের মধ্যে সংগতি স্থাপন করা
এর কোনোটিই নয়
 
10. কোনটি শুদ্ধ বাক্য?
Sohel is taller than I
We write with ink
Sohel is taller than me
I did not think it was her
 

       

Try Again

Back To MCQ Page