Learn and Examine Yourself

প্রাইমারি পরীক্ষা
সহকারী শিক্ষক (মুক্তিযোদ্ধা কোটা), বসন্ত- ১৩.০৮.১০
 
1. পাপমুক্ত (পাপ হতে মুক্ত) কোন সমাস?
কর্মধারয়
তৎপুরুষ
বহুব্রীহি
অব্যয়ীভাব
 
2. হে বঙ্গ, ভাণ্ডারে তব বিবিধ রতন;- তা সবে, (অবোধ আমি!) অবহেলা করি, পর-ধন-লোভে মত্ত, করিনু ভ্রমণ পরদেশে, ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচরি। এই পঙ্ক্তিটি কোন কবির রচনা?
মাইকেল মধুসূদন দত্ত
রবীন্দ্রনাথ ঠাকুর
নবীনচন্দ্র সেন
কাজী নজরুল ইসলাম
 
3. 'ষোড়শ' শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
সড় + শ
ষোড় + শ
ষোড় + অশ
ষট্ + দশ
 

4. 'পায়ের আওয়াজ পাওয়া যায়' নাটকটির রচয়িতা কে?
মামুনুর রশীদ
সৈয়দ শামসুল হক
জিয়া হায়দার
মুনীর চৌধুরী
 
5. "বুলবুলিতে" ধান খেয়েছে ---বাক্য নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
কর্তৃকারকে পঞ্চমী
কর্তৃকারকে সপ্তমী
কর্মকারকে পঞ্চমী
কর্মকারকে সপ্তমী
 
6. কোন বানানটি শুদ্ধ?
মরিচীকা
মরীচিকা
মরিচিকা
মরীচীকা
 

       

Try Again

Back To MCQ Page