Learn and Examine Yourself

প্রাইমারি পরীক্ষা
সহকারী শিক্ষক (মুক্তিযোদ্ধা কোটা), শরৎ- ১৩.০৮.১০
 
1. “ Benefit” এর Synonym হচ্ছে-----
Injury
Drawback
Favour
Basement
 
2. ২০ জন বালক ও ১৫ জন বালিকার গড় বয়স ১৫ বছর। বালকদের গড় বয়স ১৫.৫ বছর হলে, বালিকাদের গড় বয়স কত?
১৪ বছর
১৪ বছর ৪ মাস
১৪ বছর ৬ মাস
১৪ বছর ৮ মাস
 
3. কোনটি শুদ্ধ বানান?
Ocasion
Occasion
Ocassion
Occassion
 
4. কোনটির তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি?
নীল আলো
বেগুনী আলো
হলুদ আলো
লাল আলো
 
5. কোনটি শুদ্ধ বানান?
আভ্যন্তরীন
অভ্যন্তরিণ
অভ্যন্তরীণ
আভ্যন্তরিণ
 
6. পরিচলন বৃষ্টি বেশি হয় কোন অঞ্চলে?
মেরু অঞ্চলে
শীত প্রধান অঞ্চলে
নাতিশীতোষ্ণ অঞ্চলে
নিরক্ষীয় অঞ্চলে
 

7. নীল আকাশের নিচে আমি "রাস্তা " চলেছি একা---বাক্যে উদ্ধত শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
কর্মে শূন্য
করণে শূন্য
অপাদানে শূন্য
সম্প্রদানে শূন্য
 
8. সবচেয়ে কঠিন পদার্থ ---
গ্রাফাইট
টাংস্টেন
প্ল্যাটিনাম
হীরা
 
9. বঙ্গভঙ্গের পরেই ঢাকায় কি নির্মিত হয়?
সুরম্য অট্রালিকা
কার্জন হল
হাইকোর্ট
এর সবগুলিই
 
10. “ রক্তকরবী” নাটকটির রচয়িতা কে?
রবীন্দ্রনাথ ঠাকুর
কাজী নজরুল ইসলাম
দ্বিজেন্দ্রলাল রায়
ইব্রাহীম খাঁ
 

       

Try Again

Back To MCQ Page