Learn and Examine Yourself

প্রাইমারি পরীক্ষা
রেজিস্টার্ড বেসরকারি সহকারী শিক্ষক, শিউলি- ০৯.১২.১১
 
1. একটি ক্যাম্পে ৭২ জন স্কাউটের ৬ দিনের খাদ্য মজুদ আছে। ১৮ জন স্কাউট চলে গেলে, ঐ খাদ্যে বাকি স্কাউটদের আরো কত দিন চলবে?
২ দিন
৩ দিন
৪ দিন
৬ দিন
 
2. রক্তে কোলেস্টেরোল-এর পরিমাণ বেড়ে গেলে কোনটি খাওয়া উচিত নয়?
বেলে মাছ
পালংশাক
খাসির মাংস
মুরগীর মাংস
 
3. "আষাঢ়ে" বৃষ্টি নামে---- বাক্যে উদ্ধৃত শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
কর্তায় ৭মী
কর্মে ৭মী
অপাদানে ৭মী
অধিকরণে ৭মী
 
4. He is not ----home today. বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে ---
at
in
with
on
 
5. উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্র ---
ক্রনোমিটার
ওডোমিটার
ট্যাকোমিটার
ক্রেসকোগ্রাফ
 
6. সূর্যকে কেন্দ্র করে ঘূর্ণায়মান জ্যোতিষ্কমণ্ডলীকে বলা হয় -----
নক্ষত্র
পৃথিবী
সৌরজগৎ
বুধ
 

7. সমুদ্রের গভীরতা মাপা হয় কোন যন্ত্র দিয়ে?
ফ্যাদোমিটার
জাইরো কম্পাস
সাবমেরিন
অ্যানিওমিটার
 
8. নিচের কোন বাক্যটি শুদ্ধ?
Quote this from memory
I got boarding and lodging
Put your sign here
My brother is sick
 
9. অল্প "শোকে" কাতর---বাক্যে উদ্ধৃত শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
কর্তৃ কারকে ২য়া
করণ কারকে ৭মী
অপাদান কারকে ৭মী
অধিকরণ কারকে ৭মী
 
10. 'Do you know him?' বাক্যটির Passive form হবে----
Is he know by you?
Is he known to you?
Dose he known by you?
Is he known with you?
 

       

Try Again

Back To MCQ Page