Learn and Examine Yourself

প্রাইমারি পরীক্ষা
রেজিস্টার্ড বেসরকারি সহকারী শিক্ষক, শাপলা- ০৯.১২.১১
 
1. মিয়ানমার ও বাংলাদেশকে বিভক্তকারী নদীর নাম কি?
কর্ণফুলি
নাফ
মাতামুহুরী
সাঙ্গু
 
2. বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ ---
কম হয়
বেশি হয়
একই হয়
খুব কম হয়
 
3. সূর্যে শক্তি উৎপন্ন হয় ---
পরমাণুর ফিশন পদ্ধতিতে
পরমাণুর ফিউশন পদ্ধতিতে
রাসায়ানিক বিক্রিয়ার ফলে
তেজস্ক্রিয়তার ফলে
 

4. মানুষের ক্রোমোজোমের সংখ্যা কত?
২০ জোড়া
২১ জোড়া
২২ জোড়া
২৩ জোড়া
 
5. কচুরীপানা পানিতে ভাসে ---
শিকড় লম্বা বলে
কাণ্ড ফাঁপা বলে
পাতাগুলো ছাড়ানো বলে
সবগুলোই ঠিক
 
6. কোনটি অপুষ্পক উদ্ভিদ নয়?
ক্লোরেলা
শিমুল
নস্টক
ব্যাঙের ছাতা
 

       

Try Again

Back To MCQ Page