Learn and Examine Yourself

প্রাইমারি পরীক্ষা
রেজিস্টার্ড বেসরকারি সহকারী শিক্ষক, শাপলা- ০৯.১২.১১
 
1. কোন বানানটি শুদ্ধ?
জ্ঞানভুসিত
জ্ঞাণভুষিত
জ্ঞানভূষিত
জ্ঞাণভুসিত
 
2. বাপের বাড়িতে যাইবার কালে কহিত ধরিয়া পা "আমারে দেখিতে যাইও কিন্তু উজান-তলীর গাঁ"। পংক্তিটির রচয়িতা কে?
জসীমউদ্দীন
আবদুল কাদির
সত্যেন্দ্রনাথ দত্ত
নবীনচন্দ্র সেন
 
3. "হয় রওনা হও, নতুবা গাড়িতে ওঠ" --এটি কোন ধরনের বাক্য?
সরল বাক্য
যৌগিক বাক্য
জটিল বাক্য
মিশ্র বাক্য
 
4. যমুনা নদী কোথায় পতিত হয়েছে ?
পদ্মা
বুড়িগঙ্গা
ব্রহ্মপুত্র
মেঘনা
 
5. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত 'পথের পাঁচালি' একটি ---
নাটক
ভ্রমণ কাহিনী
গল্প
উপন্যাস
 
6. 'অগস্ত্য যাত্রা' বাগধারাটির অর্থ কি?
শুরু করা
তাড়াতাড়ি শেষ করা
বিশ্রাম করা
শেষ বিদায়
 

7. 'At home' এর অর্থ ----
Home made of bricks
One who has lost home
Try to make a home
Familiar with
 
8. শাপলা চত্বরের স্থপতি --
আজিজুল জলিল পাশা
নিতুন কুণ্ডু
শামীম শিকদার
মোস্তফা মনোয়ার
 
9. কাঁচি কোন ধরনের শব্দ?
আরবি
ফারসি
হিন্দি
তুর্কি
 
10. ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা তৃতীয় বাহুর ---
সমান হবে
দ্বিগুণ হবে
অর্ধেক হবে
এক তৃতীয়াংশ হবে
 

       

Try Again

Back To MCQ Page