Learn and Examine Yourself

প্রাইমারি পরীক্ষা
রেজিস্টার্ড বেসরকারি সহকারী শিক্ষক, টগর- ০৯.১২.১১
 
1. বীরশ্রেষ্ঠ পদকপ্রাপ্তদের সংখ্যা কত?
পাঁচ
সাত
আট
দশ
 
2. সালোকসংশ্লেষণ সবচেয়ে বেশি পরিমাণে হয় ----
লাল আলোতে
নীল আলোতে
সবুজ আলোতে
বেগুনি আলোতে
 
3. 'ট্রাফালগার স্কোয়ার' কোন শহরে অবস্থিত?
ওয়াশিংটন
প্যারিস
মস্কো
লন্ডন
 

4. বিষধর সাপের কয়টি বিষদাঁত থাকে?
চারটি
তিনটি
দুটি
একটি
 
5. কোনটি ক্ষুদ্রতম?
সেন্টিমিটার
ডেসিমিটার
হেকটোমিটার
কিলোমিটার
 
6. কোন প্রতিষ্ঠান সুন্দরবনকে 'ওয়ার্ল্ড হেরিটেজ সাইট' হিসেবে স্বীকৃতি দিয়েছে?
UNDP
UNICEF
UNESCO
এর কোনোটিই নয়
 

       

Try Again

Back To MCQ Page