Learn and Examine Yourself

প্রাইমারি পরীক্ষা
রেজিস্টার্ড বেসরকারি সহকারী শিক্ষক, টগর- ০৯.১২.১১
 
1. বৈদ্যুতিক পাখা ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ ---
বেশি হয়
একই হয়
কম হয়
খুব কম হয়
 
2. কোনটি রাসায়নিক পরিবর্তন নয়?
লোহাতে মরিচা পড়া
হাইড্রোজেন ও অক্সিজেন পানি তৈরি করা
বরফকে পানিতে পরিণত করা
চাল সিদ্ধ করে ভাতে পরিণত করা
 
3. পূর্ণ বয়স্ক ব্যক্তির হৃৎপিণ্ডের ওজন কত?
১ কিলোগ্রাম
৫০০ গ্রাম
৩০০ গ্রাম
২০০ গ্রাম
 

4. কম্পিউটারে মেকানিকাল ডিভাইসকে বলা হয় ---
সফটওয়্যার
ডাটা
হার্ডওয়্যার
ইউজার
 
5. সমুদ্রের গভীরতা মাপা হয় কোন যন্ত্র দিয়ে?
জাইরো কম্পাস
সাবমেরিন
অ্যানিওমিটার
ফ্যাদোমিটার
 
6. 'অয়োময়' নাটকটির রচয়িতা কে?
ইমদাদুল হক মিলন
সুনীল গঙ্গোপাধ্যায়
মমতাজউদ্দীন আহমেদ
হুমায়ুন আহমেদ
 

       

Try Again

Back To MCQ Page