Learn and Examine Yourself

প্রাইমারি পরীক্ষা
রেজিস্টার্ড বেসরকারি সহকারী শিক্ষক, জবা- ০৯.১২.১১
 
1. কোন সালে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছিল?
১৯৪২
১৯৪৩
১৯৪৫
১৯৪৬
 
2. জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে?
কামরুল হাসান
সৈয়দ মঈনুল হোসেন
শিল্পী জয়নুল আবেদীন
আলতাফ মাহমুদ
 
3. দৃশ্যমান আলোর বর্ণালীর ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্য কোন রঙের আলোর?
সবুজ
নীল
বেগুনি
লাল
 
4. ৬ বছর আগে পিতার বয়স ছিল পুত্রের বয়সের ৫ গুণ; বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের ৩ গুণ। তাহলে পিতা ও পুত্রের বর্তমান বয়স কত?
২৪ বছর, ৮ বছর
৩৬ বছর, ১২ বছর
৯ বছর, ৩ বছর
৪৮ বছর, ১৬ বছর
 
5. সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় যথাক্রমে ৩ ও ৪ মি. মি. হলে এর অতিভুজের মান কত?
৫ মিমি
৬ সেমি
৭ সেমি
সেমি
 
6. 'Socrates was accused ----- misleading the young section in Athens.' বাক্যের শূন্যস্থানে সঠিক Preposition --
to
of
for
on
 

7. জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত?
জেনেভা
নিউইয়র্ক
হেগ
প্যারিস
 
8. সর্বোচ্চ বীরত্বসূচক উপাধি কি?
বীর প্রতীক
বীর বিক্রম
বীর উত্তম
বীরশ্রেষ্ঠ
 
9. দুটি নল দ্বারা একটি চৌবাচ্চা যথাক্রমে ১০ ও ১৫ ঘন্টায় পানি পূর্ণ করে। নল দুটি একত্রে খোলা রাখলে চৌবাচ্চাটি কতক্ষণে পানি পূর্ণ হবে?
৬ ঘন্টায়
৫ ঘন্টায়
৪ ঘন্টায়
২ ঘন্টায়
 
10. 'কবর' নাটকটির নাট্যকার কে?
জসীমউদ্দীন
মুনীর চৌধুরী
অক্ষয় কুমার
কালীপ্রসন্ন সিংহ
 

       

Try Again

Back To MCQ Page