Learn and Examine Yourself

প্রাইমারি পরীক্ষা
সহকারী শিক্ষক, সুরমা- ২৪.০২.১২
 
1. গ্রীনিচে যখন সময় রবিবার সকাল ৬টা তখন এর ৯০ ডিগ্রী পূর্বদিকে অবস্থিত স্থানের সময় হবে ---
শনিবার রাত্রি ১২টা
শনিবার সন্ধ্যা ৬টা
রবিবার সন্ধ্যা ৬টা
রবিবার দুপুর ১২টা
 
2. পূর্ব বাংলা প্রাদেশিক পরিষদে কতটি আসন ছিল?
২৫০ টি
২৭৫টি
৩০০টি
৩০৯টি
 
3. রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় --
১৯৪৭ সালে
১৯৫০ সালে
১৯৫৩ সালে
১৯৫৭ সালে
 

4. কোন মোগল সম্রাট 'জিজিয়া কর' রহিত করেন?
হুমায়ুন
আকবর
শাহজাহান
আওরঙ্গজেব
 
5. সুমাত্রা দ্বীপটি অবস্থিত---
বঙ্গোপসাগরে
আরব সাগরে
ভারত মহাসাগরে
প্রশান্ত মহাসাগরে
 
6. দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় ----
১ সেপ্টেম্বর, ১৯৩৯
১ ডিসেম্বর, ১৯৩৯
১ মার্চ, ১৯৪০
১ জুন, ১৯৪০
 

       

Try Again

Back To MCQ Page