Learn and Examine Yourself

প্রাইমারি পরীক্ষা
সহকারী শিক্ষক, সুরমা- ২৪.০২.১২
 
1. একজন লোক সপ্তাহে ৫০০০ টাকা আয় করেন এবং ৪৫০০ টাকা ব্যয় করেন। তার আয়ের সাথে সঞ্চয়ের অনুপাত হবে ---
৯ : ১
১ : ৯
১০ : ৯
৫ : ১
 
2. নিচের কোনটি রাসায়নিক পরিবর্তন?
লোহায় মরিচা ধরা
তাপ দ্বারা মোম গলানো
বরফ গলে পানি হওয়া
লবণ পানিতে দ্রবীভূত হওয়া
 
3. a-1a=3 হলে, a3-1a3 এর মান হবে-
18
24
36
42
 
4. আদর্শ মাটিতে কত ভাগ জৈব পদার্থ থাকে?
৪%
৫%
৭%
৮%
 
5. Feed the baby -----milk. বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে ---
to
in
on
with
 
6. "অহঙ্কার" পতনের মূল -- বাক্যে উদ্ধৃত শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
কর্মে শূন্য
করণে শূন্য
অপাদানে শূন্য
অধিকরণে শূন্য
 

7. লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘণ্টায় ২০ কিমি ও ৪ কিমি। নদী পথে ৯৬ কিমি দূরত্ব অতিক্রম করে পুনরায় যাত্রাস্থানে ফিরে আসতে সময় লাগবে---
৬ ঘণ্টা
৮ ঘণ্টা
১০ ঘণ্টা
১২ ঘণ্টা
 
8. যদি ১২ জন শ্রমিক ৪ দিনে টাকা ২৮৮০ আয় করে, তবে ৮ জন শ্রমিক কতদিনে সমপরিমাণ টাকা আয় করবে?
৩ দিনে
৪ দিনে
৫ দিনে
৬ দিনে
 
9. কোনটি শুদ্ধ বানান?
Agreable
Agreeable
Agreeabel
Agreabel
 
10. কোনটি 'Joyful' শব্দের সমার্থক শব্দ?
Gloomy
Depressed
Dull
Cheerful
 

       

Try Again

Back To MCQ Page