Learn and Examine Yourself

প্রাইমারি পরীক্ষা
সহকারী শিক্ষক, পদ্মা- ২৪.০২.১২
 
1. মংলা বন্দর কোন নদীর তীরে অবস্থিত?
পদ্মা
মেঘনা
ভৈরব
পশুর
 
2. কোনটি শুদ্ধ বাক্য?
I am not bad with tennis.
He has assured me of safety.
He parted with his friends in tears.
The rich is not always happy.
 
3. সর্বোচ্চ বীরত্বসূচক উপাধি কি?
বীরশ্রেষ্ঠ
বীর বিক্রম
বীর উত্তম
বীর প্রতীক
 
4. আকাশ নীল দেখায় কেন?
নীল সমুদ্রের প্রতিফলনের ফলে
নীল আলোর বিক্ষেপন অপেক্ষাকৃত বেশি বলে
নীল আলোর তরঙ্গদৈর্ঘ্য বেশি বলে
নীল আলোর প্রতিফলন বেশি বলে
 
5. মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য 'বীরশ্রেষ্ঠ' খেতাব কতজনকে দেয়া হয়?
৫ জন
১০ জন
৮ জন
৭ জন
 
6. "He asked me when the next letter would come". বাক্যের direct speech হচ্ছে ---
He said to me,"When would the next letter come?"
He asked me,"When will the next letter come ?"
He said to me,"When will the next letter come?"
He said to me,"When the next letter will come?"
 

7. যে বর্ণ বা বর্ণ সমষ্টি ধাতু বা শব্দের পরে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকে বলে ---
ক্রিয়া
উপসর্গ
বিভক্তি
প্রত্যয়
 
8. "পাগলে" কিনা বলে। ---বাক্যে উদ্ধৃত শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
কর্তায় ষষ্ঠী
কর্তায় ২য়া
কর্তায় ৭মী
কর্তায় শূন্য
 
9. WHO-এর সদর দফতর কোথায়?
ইউএসএ
ইতালি
সুইজারল্যান্ড
ফ্রান্স
 
10. কোনটি শুদ্ধ বানান?
Sattellite
Sattelite
Satelite
Satellite
 

       

Try Again

Back To MCQ Page