Learn and Examine Yourself

প্রাইমারি পরীক্ষা
সহকারী শিক্ষক, যমুনা- ২৪.০২.১২
 
1. কম্পিউটারের হার্ডওয়্যারের মধ্যে থাকে ---
৩ টি অংশ
৪টি অংশ
৫টি অংশ
৬টি অংশ
 
2. এক ব্যক্তি চাল বিক্রয় করে দেখল যে, ২৫ কেজি চালের বিক্রয় মূল্য ২০ কেজি চালের ক্রয়মূল্যের সমান। তার শতকরা কত ক্ষতি হল?
১৫%
২০%
২৫%
৩০%
 
3. নিম্নের কোন পর্যটক সোনারগাঁও এসেছিলেন?
ইবনে বতুতা
ফা-হিয়েন
মার্কো পোলো
হিউয়েন সাং
 
4. ২থেকে শুরু করে পর পর পাঁচটি জোড় সংখ্যার গড় কত হবে?
 
5. 'ছায়া হরিণ' কাব্যগ্রন্থটির রচয়িতা কে?
সৈয়দ আলী আহসান
শামসুর রাহমান
আহসান হাবীব
ফররুখ আহমদ
 
6. উদ্ভিদ কোষ হতে বাষ্পাকারে পানি বের হয়ে যাবার প্রক্রিয়াকে বলে ---
ব্যাপন
বাষ্পীভবন
শ্বসন
প্রস্বেদন
 

7. ক ও খ এর বেতন অনুপাত ৭ : ৫। ক, খ অপেক্ষা ৪০০ টাকা বেশি বেতন পেলে খ এর বেতন কত?
৯০০ টাকা
১০০০ টাকা
১১০০ টাকা
১৬০০ টাকা
 
8. কোনটি শুদ্ধ বানান?
Posesion
Posession
Possession
Possesion
 
9. বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেছিলেন ----
লক্ষণ সেন
ইলিয়াস শাহ
আকবর
বিজয় সেন
 
10. কোনো বই ৪০ টাকায় বিক্রি করলে ২০% ক্ষতি হয়। কত টাকায় বিক্রয় করলে ৪০% লাভ হবে?
৫০ টাকা
৪৪ টাকা
৭০ টাকা
৬৫ টাকা
 

       

Try Again

Back To MCQ Page