Learn and Examine Yourself

প্রাইমারি পরীক্ষা
সহকারী শিক্ষক, যমুনা- ২৪.০২.১২
 
1. 'Ins and outs' idiom-টির অর্থ হচ্ছে
Briefly
Summary
In details
None
 
2. If you help me, I -----grateful. বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে ---
will remain
shall remain
would remain
am remaining
 
3. 'ছায়া হরিণ' কাব্যগ্রন্থটির রচয়িতা কে?
সৈয়দ আলী আহসান
শামসুর রাহমান
আহসান হাবীব
ফররুখ আহমদ
 
4. আমি কি ডরাই সখি ভিখারী "রাঘবে"?--বাক্যে উদ্ধৃত শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
কর্মে ২য়া
অপাদানে ৭মী
করণে ৭মী
অপাদানে ৫মী
 
5. 'মসনদের মোহ' নাটকটির রচয়িতা কে?
আকবর উদ্দীন
ইব্রাহীম খাঁ
দ্বিজেন্দ্রলাল রায়
শাহাদৎ হোসেন
 
6. এক ব্যক্তি চাল বিক্রয় করে দেখল যে, ২৫ কেজি চালের বিক্রয় মূল্য ২০ কেজি চালের ক্রয়মূল্যের সমান। তার শতকরা কত ক্ষতি হল?
১৫%
২০%
২৫%
৩০%
 

7. 'যার অনেক বুদ্ধি আছে' তাকে এক কথায় কি বলে?
গভীর জলের মাছ
বুদ্ধির ঢেঁকি
বিড়াল তপস্বী
ভূশণ্ডির কাক
 
8. বুকার পুরস্কার হচ্ছে ---
সাহিত্য পুরস্কার
শান্তি পুরস্কার
জনসংখ্যা পুরস্কার
এর কোনোটিই নয়
 
9. বাঁশের কেল্লা খ্যাত স্বাধীনতা সংগ্রামী কে?
ফকির মজনু শাহ
তিতুমীর
দুদু মিয়া
মীর কাশিম
 
10. কোনো বই ৪০ টাকায় বিক্রি করলে ২০% ক্ষতি হয়। কত টাকায় বিক্রয় করলে ৪০% লাভ হবে?
৫০ টাকা
৪৪ টাকা
৭০ টাকা
৬৫ টাকা
 

       

Try Again

Back To MCQ Page