Learn and Examine Yourself

প্রাইমারি পরীক্ষা
সহকারী শিক্ষক, করতোয়া- ২৪.০২.১২
 
1. একটি জিনিস ১২০ টাকায় ক্রয় করে ১৪৪ টাকায় বিক্রি করলে ক্রয়মূল্য ও লাভের অনুপাত কত হবে?
১ : ৫
৫ : ১
২ : ৫
৫ : ২
 
2. ৮ জন শ্রমিক ৫ দিনে ২৪০০ টাকা আয় করে। ১০ জন শ্রমিক কতদিনে সমপরিমাণ টাকা আয় করবে?
৩ দিনে
৪ দিনে
৫ দিনে
৬ দিনে
 
3. ৪০ লিটার অকটেন-পেট্রোল মিশ্রণে, পেট্রোল ও অকটেনের অনুপাত ৩ : ২। এতে আর কত অকটেন মিশালে পেট্রোল ও অকটেনের অনুপাত ২ : ৩ হবে?
১৫ লিটার
১৮ লিটার
২০ লিটার
২৫ লিটার
 

4. নিচের ভগ্লাংশগুলোর মধ্যে কোনটি বৃহত্তম?
১/২
৪/৫
৫/৭
৪/৯
 
5. লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘণ্টায় ১৮ কিমি ও ৬ কিমি। নদী পথে ৭২ কিমি দূরত্ব অতিক্রম করে পুনরায় যাত্রাস্থানে ফিরে আসতে সময় লাগবে---
৬ ঘণ্টা
৮ ঘণ্টা
৯ ঘণ্টা
১২ ঘণ্টা
 
6. একটি গ্রামের লোকসংখ্যা ৯% হারে বর্ধিত হয়ে ১৬৩৫ হলে পূর্বের লোকসংখ্যা কত ছিল?
১৩৫০
১৪০০
১৫০০
১৫৫০
 

       

Try Again

Back To MCQ Page