Learn and Examine Yourself

প্রাইমারি পরীক্ষা
সহকারী শিক্ষক, করতোয়া- ২৪.০২.১২
 
1. "আলোয়" আঁধার কাটে---বাক্যে উদ্ধৃত শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
অধিকরণে ৭মী
করণে ৭মী
অপাদানে ৭মী
কর্তায় ৭মী
 
2. 'ক্ষুধার্ত' শব্দের সন্ধি-বিচ্ছেদ কোনটি?
ক্ষুধা + ঋত
ক্ষুধ + আর্ত
ক্ষুধা + রত
ক্ষুধার + ত
 
3. 'রক্তাক্ত প্রান্তর' নাটকটির রচয়িতা কে?
মুনীর চৌধুরী
হুমায়ুন আহমেদ
মমতাজ উদ্দিন আহমেদ
কল্যাণ মিত্র
 

4. 'যিনি অধিক কথা বলেন না।' --এক কথায় কী হবে?
সংযত
মিতভাষী
অল্পভাষী
সন্ন্যাসী
 
5. "খনিতে" সোনা পাওয়া যায়---বাক্যে উদ্ধৃত শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
করণে ৭মী
অপাদানে ৭মী
অধিকরণে ৭মী
কর্তায় ৭মী
 
6. কোন বানানটি শুদ্ধ?
মরিচিকা
মরিচীকা
মরীচিকা
মরীচীকা
 

       

Try Again

Back To MCQ Page