Learn and Examine Yourself

প্রাইমারি পরীক্ষা
সহকারী শিক্ষক, করতোয়া- ২৪.০২.১২
 
1. বাংলাদেশ সরকার কোন সালে 'জাতীয় পরিবেশ নীতি' ঘোষণা করে?
১৯৯৫
১৯৯৭
১৯৯৯
১৯৯২
 
2. কোন মাটির পানি ধারণ ক্ষমতা সবচেয়ে কম?
বেলে মাটি
এটেল মাটি
দোআঁশ মাটি
এর কোনোটিই নয়
 
3. 'Hard and fast' এর অর্থ ----
Diffcult matter
Fixed
Easy matter
Loose
 
4. একজন মাঝি স্রোতের আনুকূলে ২ ঘণ্টায় ৫ মাইল যায় এবং ৪ ঘণ্টায় যাত্রাস্থানে ফিরে আসে । তার মোট ভ্রমণে প্রতি ঘণ্টায় গড়বেগ কত ?
 
5. ১ হতে ৫৯ পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় কত?
২৭
২৮
৩০
৩১
 
6. পূর্ব পদের বিভক্তি লোপ পেয়ে যে সমাস হয় তাকে বলে ---
বহুব্রীহি সমাস
দ্বন্দ্ব সমাস
কর্মধারয় সমাস
তৎপুরুষ সমাস
 

7. 'সূর্যদীঘল বাড়ি' উপন্যাসটির রচয়িতা কে?
জহির রায়হান
মানিক বন্দ্যোপাধ্যায়
আবু ইসহাক
অন্নদাশঙ্কর রায়
 
8. কোনটি Collective Noun?
Truth
Harbour
Bank
Committee
 
9. সূর্যে শক্তি তৈরি হচ্ছে কোন প্রক্রিয়ায়?
রাসায়নিক প্রক্রিয়ায়
আণবিক শক্তি প্রক্রিয়ায়
পারমাণবিক শক্তি প্রক্রিয়ায়
বিদ্যুৎ বিশ্লেষণ প্রক্রিয়ায়
 
10. .×.×..×.এর মান কত ?
০.১
০.০১
০.০২
০.০০০১
 

       

Try Again

Back To MCQ Page