Learn and Examine Yourself

প্রাইমারি পরীক্ষা
সহকারী শিক্ষক, করতোয়া- ২৪.০২.১২
 
1. একজন দোকানদার ৮% লাভে একটি জিনিস ৫৪ টাকায় বিক্রি করেন। জিনিসটির ক্রয়মূল্য কত?
৪৮ টাকা
৫০ টাকা
৫২ টাকা
৪৬ টাকা
 
2. 'আমরণ' কোন সমাস (মরণ পর্যন্ত)?
তৎপুরুষ
কর্মধারয়
অব্যয়ীভাব
বহুব্রীহি
 
3. ১৩ সেমি ব্যাসবিশিষ্টি কোনো বৃত্তের কেন্দ্র হতে একটি জ্যা-এর লম্ব দূরত্ব ৫ সেমি হলে জ্যা-এর দৈর্ঘ্য হবে ---
২০ সেমি
২৪ সেমি
১৮ সেমি
২২ সেমি
 
4. কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়?
ভিটামিন 'এ'
ভিটামিন 'বি'
ভিটামিন 'সি'
ভিটামিন 'ডি'
 
5. নিচের কোন গ্যাসটি বায়ুমণ্ডলে গ্রিনহাউস প্রভাবের জন্য দায়ী?
কার্বন-ডাই-অক্সাইড
অক্সিজেন
হাইড্রোজেন
হিলিয়াম
 
6. একটি জিনিস ১২০ টাকায় ক্রয় করে ১৪৪ টাকায় বিক্রি করলে ক্রয়মূল্য ও লাভের অনুপাত কত হবে?
১ : ৫
৫ : ১
২ : ৫
৫ : ২
 

7. কোনটির অভাবে কোয়াশিয়রকর রোগ হয়?
শ্বেতসার
ভিটামিন
আমিষ
খনিজ লবণ
 
8. প্রথম 'সাফ' গেমস অনুষ্ঠিত হয় কোথায়?
কাঠমুণ্ডু
ঢাকা
নয়াদিল্লী
কলম্বো
 
9. ৪০ লিটার অকটেন-পেট্রোল মিশ্রণে, পেট্রোল ও অকটেনের অনুপাত ৩ : ২। এতে আর কত অকটেন মিশালে পেট্রোল ও অকটেনের অনুপাত ২ : ৩ হবে?
১৫ লিটার
১৮ লিটার
২০ লিটার
২৫ লিটার
 
10. একটি গ্রামের লোকসংখ্যা ৯% হারে বর্ধিত হয়ে ১৬৩৫ হলে পূর্বের লোকসংখ্যা কত ছিল?
১৩৫০
১৪০০
১৫০০
১৫৫০
 

       

Try Again

Back To MCQ Page