Learn and Examine Yourself

প্রাইমারি পরীক্ষা
সহকারী শিক্ষক নিয়োগ, কর্ণফুলী- ২৪.০২.১২
 
1. পৃথিবীপৃষ্ঠ থেকে ভিতরে গেলে মাধ্যাকর্ষণ শক্তি ----
কমে যাবে
বেড়ে যাবে
অপরিবির্তিত থাকবে
কোনোটিই ঠিক নয়
 
2. কোন ধাতু সবচেয়ে তাড়াতাড়ি ক্ষয়প্রাপ্ত হয়?
দস্তা
অ্যালুমিনিয়াম
তামা
পরস্পরের সংস্পর্শে থাকা তামা ও অ্যালুমিনিয়াম
 
3. ১০২৪ বাইট = কত?
১ মেগাবাইট
১ গিগাবাইট
১ কিলোবাইট
১ টেরাবাইট
 

4. একটি জ্বলন্ত মোমবাতিতে কাঁচের গ্লাস দ্বারা ঢাকলে মোমবাতি নিভে যায়, কারণ -----
কাঁচ আলোকে জ্বলতে বাধা দেয়
পাত্রের ভিতর বায়ুশূন্য হয়ে যায়
গ্লাসের ভিতর হাইড্রোজেন সরবরাহ বন্ধ হয়ে যায়
গ্লাসের ভিতর অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যায়
 
5. কোন প্রকার মাটির পানি ধারণ ক্ষমতা সবচেয়ে বেশি?
বেলে মাটি
এটেল মাটি
দোআঁশ মাটি
কোনোটিই নয়
 
6. পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য কোনো দেশের মোট আয়তনের শতকরা কত ভাগ বনভূমি থাকা আবশ্যক?
৯ ভাগ
১৬ ভাগ
১৯.৮ ভাগ
২৫ ভাগ
 

       

Try Again

Back To MCQ Page