Learn and Examine Yourself

প্রাইমারি পরীক্ষা
সহকারী শিক্ষক নিয়োগ, কর্ণফুলী- ২৪.০২.১২
 
1. একটি পেন্ডুলাম ঘড়ি বিষুবরেখা থেকে মেরুতে নিলে ঘড়িটি ---
স্নো হবে
ফাস্ট হবে
ঠিক সময় দেবে
কোনো রকম প্রভাবিত হবে না
 
2. বায়ুমণ্ডলের কোন উপাদান অতি বেগুনি রশ্মিকে শোষণ করে?
অক্সিজেন
নাইট্রোজেন
ওজোন
হিলিয়াম
 
3. একজন দোকানদার ১২% লাভে একটি জিনিস ৫৬ টাকায় বিক্রি করেন। জিনিসটির ক্রয়মূল্য কত?
৪৬ টাকা
৪৮ টাকা
৫০ টাকা
৫২ টাকা
 

4. কোনো পরীক্ষায় ২০% পরীক্ষার্থী ইংরেজিতে, ১৮% পরীক্ষার্থী গণিতে এবং ১১% পরীক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে। শতকরা কতজন পরীক্ষার্থী উভয় বিষয়ে পাশ করেছে?
৭০ জন
৭৩ জন
৭৫ জন
৭৬ জন
 
5. মাধ্যাকর্ষণজনিত ত্বরণ সর্বোচ্চ কোথায়?
ভূ-পৃষ্ঠে
ভূ-পৃষ্ঠ থেকে ১০০০ মিটার উপরে
ভূ-কেন্দ্রে
ভূ-পৃষ্ঠ থেকে ১০০০ মিটার নিচে
 
6. ১ হতে ৬৫ পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় কত?
৩৩
৩৪
৩৬
৩০
 

       

Try Again

Back To MCQ Page