Learn and Examine Yourself

প্রাইমারি পরীক্ষা
সহকারী শিক্ষক নিয়োগ, কর্ণফুলী- ২৪.০২.১২
 
1. একজন দোকানদার ১২% লাভে একটি জিনিস ৫৬ টাকায় বিক্রি করেন। জিনিসটির ক্রয়মূল্য কত?
৪৬ টাকা
৪৮ টাকা
৫০ টাকা
৫২ টাকা
 
2. কোন বানানটি শুদ্ধ?
Contiguos
Contiguous
Contigous
Conteguous
 
3. কোন রোগের নির্দিষ্ট লক্ষণ নেই?
এইডস
গনোরিয়া
গলগণ্ড রোগ
গোদ রোগ
 
4. একটি জ্বলন্ত মোমবাতিতে কাঁচের গ্লাস দ্বারা ঢাকলে মোমবাতি নিভে যায়, কারণ -----
কাঁচ আলোকে জ্বলতে বাধা দেয়
পাত্রের ভিতর বায়ুশূন্য হয়ে যায়
গ্লাসের ভিতর হাইড্রোজেন সরবরাহ বন্ধ হয়ে যায়
গ্লাসের ভিতর অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যায়
 
5. 'মৌমাছি' কোন সমাস (মৌ সংগ্রহকারী মাছি)?
তৎপুরুষ
অব্যয়ীভাব
কর্মধারয়
দ্বিগু
 
6. কোনটির অভাবে গলগণ্ড হয়?
ভিটামিন 'এ'
ক্যালসিয়াম
সোডিয়াম
আয়োডিন
 

7. 'রক্তকরবী' নাটকটি কার রচনা?
গিরিশ চন্দ্র ঘোষ
কায়কোবাদ
রবীন্দ্রনাথ ঠাকুর
সৈয়দ শামসুল হক
 
8. বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইড বৃদ্ধির প্রধান কারণ কি?
গাছপালা কমে যাওয়া
ভূ-পৃষ্ঠের কার্বনেট শিলার ভাঙন
যানবাহনের সংখ্যা বৃদ্ধি
ব্যাপক হারে জনসংখ্যা বৃদ্ধি
 
9. কোনটি শুদ্ধ বানান?
আনুষঙ্গিক
আনুসাঙ্গিক
অনুষঙ্গিক
আনূষঙ্গিক
 
10. ----এর অভাবে ঠোঁটে ও জিহ্বায় ঘা হয়?
ভিটামিন 'এ'
ভিটামিন 'বি'
ভিটামিন 'সি'
ভিটামিন 'ডি'
 

       

Try Again

Back To MCQ Page