Learn and Examine Yourself

প্রাইমারি পরীক্ষা
প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক, হোয়াংহো- ০৮.১১.১৩
 
1. Brief -এর সমার্থক শব্দ কোনটি?
Profuse
Eloquent
Short
Copious
 
2. “সৌভাগ্যের বিষয়” কোন বাগধারা দিয়ে প্রকাশ করা হবে?
পোয়াবারো
একাদশে বৃহস্পতি
গোঁফে- খেজুরে
সৌভাগ্যবান
 
3. অধিকরণ কারকের উদাহরণ কোনটি?
তিলে তৈল আছে
দুধ থেকে ঘি হয়
তিল থেকে তেল হয়
মেঘ থেকে বৃষ্টি হয়
 
4. “তিনি ব্যাকরণে পন্ডিত”- বাক্যে “ব্যাকরণে” শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
কর্মে সপ্তমী
করণে সপ্তমী
অপাদানে সপ্তমী
অধিকরণে সপ্তমী
 
5. The girl is expert ---- drawing বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে-
in
to
with
at
 
6. ১৯৩০ সালে অনুষ্ঠিত প্রথম বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ন দেশ--
ব্রাজিল
উরুগুয়ে
ফ্রান্স
ইংল্যান্ড
 

7. একটি রাস্তা মেরামত করতে ৩৫ জন শ্রমিকের ১২ দিন লাগলে ১৪ জন শ্রমিকের কত দিন লাগবে?
২৪ দিন
২৮ দিন
৩০ দিন
৩২ দিন
 
8. He was convinced --- my honesty বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে-
with
of
by
in
 
9. বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে?
১৯৭৪
১৯৭৫
১৯৭৬
১৯৭৭
 
10. কোনটি শুদ্ধ বানান?
রূপায়ন
রূপায়ণ
রুপায়ন
রুপায়ণ
 

       

Try Again

Back To MCQ Page