Learn and Examine Yourself

প্রাইমারি পরীক্ষা
প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক, মিসিসিপি- ০৮.১১.১৩
 
1. কোনো ছাত্রাবাসে ৪০ জন ছাত্রের ৩০ দিনের খাবার আছে। ৫ দিন পরে আরও ১০ জন ছাত্র আসলে অবশিষ্ট খাদ্যে তাদের কতদিন চলবে?
১৫ দিন
২০ দিন
২৪ দিন
২৮ দিন
 
2. কোনটি সামন্তরিকের ক্ষেত্রফল?
১/২( দৈর্ঘ্য × উচ্চতা)
দৈর্ঘ্য × প্রস্থ
২ (দৈর্ঘ্য × প্রস্থ)
ভূমি × উচ্চতা
 
3. a-1a=3 হলে, a2+1a2= কত?
7
9
11
13
 

4. x2+3=x3+4 সমীকরণে x-এর মান কত?
6
7
-6
-7
 
5. কোন জলজ জীবটি বাতাসে নিঃশ্বাস নেয়?
শুশুক
তিমি
হাঙ্গর
ডলফিন
 
6. একজন লোক সপ্তাহে ১২৫০ টাকা আয় করেন এবং ১০০০ টাকা ব্যয় করেন। তাঁর সঞ্চয়ের সঙ্গে আয়ের অনুপাত হবে ----
৩ : ৫
৪ : ৫
১ : ৫
২ : ৫
 

       

Try Again

Back To MCQ Page