Learn and Examine Yourself

প্রাইমারি পরীক্ষা
প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক, মিসিসিপি- ০৮.১১.১৩
 
1. ১৫টি ভেড়ার মূল্য ৫টি গরুর মূল্যের সমান। ২টি গরুর মূল্য ১৮,০০০ টাকা হলে, ১টি ভেড়ার মূল্য কত হবে?
১৫০০ টাকা
২০০০ টাকা
২৫০০ টাকা
৩০০০ টাকা
 
2. টাকায় ৫টি দরে লেবু ক্রয় করে টাকায় কয়টা দরে লেবু বিক্রয় করলে ২৫% লাভ হবে?
৬টা
৫টা
৪টা
৩টা
 
3. একজন লোক সপ্তাহে ১২৫০ টাকা আয় করেন এবং ১০০০ টাকা ব্যয় করেন। তাঁর সঞ্চয়ের সঙ্গে আয়ের অনুপাত হবে ----
৩ : ৫
৪ : ৫
১ : ৫
২ : ৫
 

4. কোনটি সামন্তরিকের ক্ষেত্রফল?
১/২( দৈর্ঘ্য × উচ্চতা)
দৈর্ঘ্য × প্রস্থ
২ (দৈর্ঘ্য × প্রস্থ)
ভূমি × উচ্চতা
 
5. টাকায় ৩টি করে জিনিস ক্রয় করে টাকায় ২টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
৫০%
২৫%
১৫%
১০%
 
6. কোনো ছাত্রাবাসে ৪০ জন ছাত্রের ৩০ দিনের খাবার আছে। ৫ দিন পরে আরও ১০ জন ছাত্র আসলে অবশিষ্ট খাদ্যে তাদের কতদিন চলবে?
১৫ দিন
২০ দিন
২৪ দিন
২৮ দিন
 

       

Try Again

Back To MCQ Page