Learn and Examine Yourself

প্রাইমারি পরীক্ষা
প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক, মিসিসিপি- ০৮.১১.১৩
 
1. “আনন্দ বিহার” কোথায় অবস্থিত?
রাজশাহীতে
ময়নামতিতে
পাহাড়পুরে
মহাস্থানগড়ে
 
2. কাঁচামাল হিসাবে আখের ছোবড়া ব্যবহার করা হয়-
কর্ণফুলী কাগজ কল, চন্দ্রঘোনা
খুলনা নিউজপ্রিন্ট মিল, খালিশপুর
উত্তরবঙ্গ কাগজ কল, পাকশী
পার্টিকেল বোর্ড মিল, নারায়ণগঞ্জ
 
3. “ষাট গম্বুজ” মসজিদটি নির্মাণ করেন--
হযরত আমানত শাহ
বায়েজীদ বোস্তামী
পীর খান জাহান আলী
সুফী শাহ মখদুম
 

4. বাংলাদেশের বৃহত্তম হাওড় কোনটি?
হাইল
চলন বিল
পাথর চাওলি
হাকালুকি
 
5. সিলেটের পূর্ব নাম-
জালালাবাদ
নাসিরাবাদ
বরেন্দ্রভূমি
সুবর্ণগ্রাম
 
6. মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য কতজনকে “বীরোত্তম” খেতাবে ভূষিত করা হয়?
৬০ জন
৬৮ জন
৭২ জন
৭৮ জন
 

       

Try Again

Back To MCQ Page