Learn and Examine Yourself

প্রাইমারি পরীক্ষা
প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক, রাইন- ০৮.১১.১৩
 
1. একটি কম্পিউটার বিজ্ঞান পরীক্ষায় ৩০% পরীক্ষার্থী পাস করেছে। যারা পাস করতে পারেনি তাদের ১২ জন কম্পিউটার বিজ্ঞান কোর্সে অংশগ্রহণ করেছে এবং ৩০ জন উক্ত কোর্সে অংশগ্রহণ করেনি। কতজন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করেছে।
৬০ জন
৮০ জন
১০০ জন
১২০ জন
 
2. একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গ ঐ সরলরেখার এক চতুর্থাংশের উপর অঙ্কিত বর্গের কতগুণ?
৮ গুণ
৪ গুণ
১২ গুণ
১৬ গুণ
 
3. গতকাল শেয়ারের দাম ২৫% বেড়েছিল, কিন্তু আজ ২৫% কমেছে। শেয়ারের দাম মোট কত কমেছে বা বেড়েছে?
% বেড়েছে
% বেড়েছে
% কমেছে
% কমেছে
 

4. ক একটি জিনিস খ এর নিকট ২০% লাভে বিক্রি করে খ জিনসটি গ-এর নিকট ক এর ক্রয়মূল্যে বিক্রি করে। খ এর শতকরা কত ক্ষতি হয়?
%
%
%
১৬
 
5. একটি পেনসিল ১.২৫ টাকায় কিনে ১.৩০ টাকায় বিক্রয় করলে, শতকরা কত লাভ হবে?
১০%
৮%
৫%
৪%
 
6. ৬ ফুট দীর্ঘ একটি বাঁশের ৪ ফুট দীর্ঘ ছায়া হয়। একই সময় একটি গাছের ছায়া ৬৪ ফুট লম্বা হয়। গাছটির উচ্চতা কত?
৯৬ ফুট
৭২ ফুট
১৯২ ফুট
৪৪ ফুট
 

       

Try Again

Back To MCQ Page