Learn and Examine Yourself

প্রাইমারি পরীক্ষা
প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক, দাজলা- ০৮.১১.১৩
 
1. কর্ম কারকের উদাহরণ কোনটি?
তোমাকে সেদিন দেখেছিলাম
তোমাকে আজই যেতে হবে
তোমাকে অনেক কথা শুনতে হবে
সবগুলোই
 
2. লালবাগ কেল্লার আদি নাম-
আওরঙ্গবাদ দুর্গ
আজম দুর্গ
শায়েস্তাখান দুর্গ
পরীবিবির দুর্গ
 
3. কোনো দুর্গে ৭২০ জন সৈন্যের ২০ দিনের খাবার মজুদ আছে। ১০ দিন পর কিছু নতুন সৈন্য আসায় অবশিষ্ট খাদ্যে তাদের ৮ দিন চললে কত জন সৈন্য এসেছিল?
১৭০ জন
১৮০ জন
১৮৫ জন
১৯০ জন
 
4. He is envious --- my success বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে-
in
to
of
by
 
5. “ইহলোকে যা সামান্য নয়” - এক কথায় কি হবে?
অনন্যসাধারণ
অনন্যসাধাারণ
অলোকসামান্য
আলোকসামান্য
 
6. “জনৈক” শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
জন + এক
জনৈ + এক
জনৈ + ক
জন + ক
 

7. “এভিকালচার” বলতে কি বুঝায়?
উড়োজাহাজ ব্যবস্থাপনা
উড্ডয়ন সংক্রান্ত বিষয়াদি
বাজ পাখি পালন বিষয়াদি
পাখিপালন বিষয়াদি
 
8. বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বিহার কোনটি?
সোমপুর বিহার
শালবন বিহার
সীতাকোট বিহার
আনন্দ বিহার
 
9. “মধ্যাহ্ন” কোন সমাস?
বহুব্রীহি
তৎপুরুষ
কর্মধারয়
অব্যয়ীভাব
 
10. “সকলকে মরতে হবে” -বাক্যে “সকলকে” শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
কর্তৃকারকে দ্বিতীয়া
কর্মকারকে দ্বিতীয়া
অপাদানে দ্বিতীয়া
অধিকরণে দ্বিতীয়া
 

       

Try Again

Back To MCQ Page