Learn and Examine Yourself

প্রাইমারি পরীক্ষা
প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক, ঝিলাম- ০৮.১১.১৩
 
1. “আট কপালে” কোন বাগধারা দিয়ে প্রকাশ করা হবে?
হতভাগ্য
ভাগ্যবান
সরু কপাল
চওড়া কপাল
 
2. একটি জিনিস ১২০ টাকায় ক্রয় করে ১৪৪ টাকায় বিক্রয় করলে ক্রয়মূল্য ও লাভের অনুপাত কত হবে?
৭ : ২
৫ : ১
৬ : ১
১৫ :৩
 
3. “উপকথা” কোন সমাস?
কর্মধারয়
অব্যয়ীভাব
বহুব্রীহি
দ্বিগু
 

4. “কোনোভাবেই যা নিবারণ করা যায় না” - এক কথায় কী হবে?
অদম্য
অসম্ভব
অনিবার্য
অনিবারিত
 
5. “যে উপকারীর উপকার স্বীকার করে” - এক কথায় কী হবে?
অকৃতার্থ
কৃতজ্ঞ
কৃতঘ্ন
অকৃতজ্ঞ
 
6. “সুবর্ণ” কোন সমাস?
কর্মধারয়
তৎপুরুষ
বহুব্রীহি
অব্যয়ীভাব
 

       

Try Again

Back To MCQ Page