Learn and Examine Yourself

প্রাইমারি পরীক্ষা
প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক, ডেলটা-১৮.০৪.১৪
 
1. কোনটি রবীন্দ্রনাথের রচনা?
চতুরঙ্গ
চর্তুদশ
চতুষ্কোণ
চতুষ্পাঠী
 
2. “কাঁদুনি” শব্দের সন্ধি বিচ্ছেদ ---
কাঁদ + নি
কাঁদো + উনি
কাঁদ + ইনি
কাঁদ + উনি
 
3. যদি (x-5)(a+x)=x2-25 হয়, তবে a এর মান কত?
5
-5
25
-25
 
4. দুট সংখ্যার অনুপাত ৫: ৭ এবং তাদের গ. সা. গু ৬ হলে সংখ্যা দুটির ল. সা. গু কত?
২১০
১৮০
২০০
২২০
 
5. কোন দেশে সর্বপ্রথম জ্যামিতি আলোচনা শুরু হয়?
মিশরে
আরবে
গ্রীসে
চীনে
 
6. গঠন অনুসারে বাক্য কত প্রকার?
দুই প্রকার
পাঁচ প্রকার
ছয় প্রকার
তিন প্রকার
 

7. “হাইল হাওর” কোন জেলায় অবস্থিত?
নেত্রকোণা
সুনামগঞ্জ
মৌলভীবাজার
হবিগঞ্জ
 
8. কোন বৃহত্তম সংখ্যা দিয়ে ১০২ ও ১৮৬ কে ভাগ করলে প্রত্যেক বার ৬ অবশিষ্ট থাকবে?
১৬
১২
১৫
২২
 
9. a+ba2-ab+b2=?
a3-b3
a3+b3
a6-b6
a6+b6
 
10. He said to me. “Do you like music?” the indirect form of this is----
He said if I like music
He asked me do I like music
He asked to me if like music
He asked me if I liked music
 

       

Try Again

Back To MCQ Page