Learn and Examine Yourself

প্রাইমারি পরীক্ষা
প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক, বিটা-১৮.০৪.১৪
 
1. যদি কোনো একটি কাজ আলাদাভাবে সম্পন্ন করতে করিমের ৪৫ মি. এবং রহিমের ৩০ মি. সময় লাগে তবে উভয়ে একত্রে ঐ কাজটি সম্পন্ন করতে কত মিনিট সময় লাগবে?
১৮
১৬
১৫
২১
 
2. বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত ----
২৫/৯
২২/৭
 
3. ৪ টাকায় ১টি করে কমলা কিনে ২৪ টাকায় কয়টি কমলা বিক্রয় করলে ২০% লাভ হবে?
৬টি
৩টি
৪টি
৫টি
 

4. একটি সোনার গয়নার ওজন ৩২ গ্রাম। এতে সোনা ও তামার পরিমাণ ৩:১। এতে কি পরিমাণ সোনা মেশালে অনুপাত ৪ : ১ হবে?
২ গ্রাম
৩ গ্রাম
৬ গ্রাম
৮ গ্রাম
 
5. ১২ ও ৯৬ এর মধ্যে (এই দুটি সংখ্যাসহ) কয়টি সংখ্যা ৪ দ্বারা বিভাজ্য?
২৪
২৩
২২
২১
 
6. ত্রিভুজের বৃহত্তম বাহু সংলগ্ন কোণদ্বয় ---
সূক্ষ্মকোণ
স্থূলকোণ
সমকোণ
সরলকোণ
 

       

Try Again

Back To MCQ Page