Learn and Examine Yourself

প্রাইমারি পরীক্ষা
প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক, বিটা-১৮.০৪.১৪
 
1. সংকর ধাতু পিতলের উপাদান হল---
তামা ও টিন
তামা ও দস্তা
তামা ও সীসা
তামা ও নিকেল
 
2. “পদ্ধতি” -এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
পদ + ধতি
পদ্ + হতি
পৎ + ধতি
পথ + ধতি
 
3. একটি বিশ্ববিদ্যালয়ের ৮০% শিক্ষার্থী ছাত্রাবাসে অবস্থান করে। ছাত্রাবাসের সৌভাগ্যবান ৬০% শিক্ষার্থী একক কক্ষ পায়। যদি সৌভাগ্যবান শিক্ষার্থীর সংখ্যা ১২০০ হয় তবে বিশ্ববিদ্যালয়ের মোট শিক্ষার্থীর সংখ্যা কত?
৩০০০
২৮০০
২৫০০
২০০০
 
4. স্থির পানিতে একটি নৌকার গতিবেগ ঘণ্টায় ৭ কি. মি.। এরূপ নৌকায় স্রোতের অনুকূলে ৩৩ কি. মি. পথ যেতে ৩ ঘণ্টা সময় লেগেছে। ফিরে আসার সময় নৌকাটির কত সময় লাগবে?
১৩ ঘণ্টা
১১ ঘণ্টা
১০ ঘণ্টা
৯ ঘণ্টা
 
5. "Fag end" means--
The last part
Foggy
Cut a bad figure
Unfair
 
6. মানুষের শরীরে কত ধরনের রক্ত কণিকা আছে?
৫ প্রকার
৪ প্রকার
২ প্রকার
৩ প্রকার
 

7. জসীমউদ্দীনের নাটক--
বেদের মেয়ে
রাখালী
মাটির কান্না
বোবা কাহিনী
 
8. পানামা খাল কোন কোন মহাসাগরকে যুক্ত করেছে?
আটলান্টিক ও ভু-মধ্যসাগর
প্রশান্ত ও উত্তর মহাসাগর
আটলান্টিক ও প্রশান্ত মহাসাগর
ভারত ও প্রশান্ত মহাসাগর
 
9. বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত ----
২৫/৯
২২/৭
 
10. হর্স পাওয়ার হলো---
শক্তি পরিমাপের একক
ক্ষমতা পরিমাপের একক
চাপ পরিমাপের একক
কাজ পরিমাপের একক
 

       

Try Again

Back To MCQ Page