Learn and Examine Yourself

প্রাইমারি পরীক্ষা
প্রাক-প্রাথমিক ৩০.১০.১৫
 
1. পরপর ২টি পূর্ণ সংখ্যা নির্ণয় করুন যাদের বর্গের পার্থক্য হবে ৫৩।
২৭ এবং ২৮
২৬ এবং ২৭
২৮ এবং ২৯
২৫ এবং ২৬
 
2. বৃত্তের যে কোন দুটি বিন্দুর সংযোজক রেখাংশ বৃত্তের একটি ---
জ্যা
চাপ
ব্যাসার্ধ
ব্যাস
 
3. তার বয়স বেড়েছে, কিন্তু বুদ্ধি বাড়েনি। -কোন ধরনের বাক্য?
মিশ্র
যৌগিক
সরল
জটিল
 

4. ৫০০ টাকার ৪ বছরের সুদ এবং ৬০০ টাকায় ৫ বছরের সুদ একত্রে ৫০০ টাকা হলে সুদের হার কত?
৬%
৫%
১২%
১০%
 
5. বাংলা ভাষায় যতি চিহ্ন প্রচলন করেন কে?
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
দীনবন্ধু মিত্র
কালীপ্রসন্ন সিংহ
রাজা রামমোহন রায়
 
6. কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান নয়?
বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন
পাবলিক সার্ভিস কমিশন
রাষ্ট্রপতির কার্যালয়
নির্বাচন কমিশন
 

       

Try Again

Back To MCQ Page