Learn and Examine Yourself

প্রাইমারি পরীক্ষা
সহকারী শিক্ষক ০১.০৬.১৮
 
1. 'নাটিকা' কোন অর্থে স্ত্রীবাচক শব্দ ?
সাদৃশ্য অর্থে
ক্ষুদ্রার্থে
ব্যাঙ্গার্থে
ক্ষুদ্রার্থে
 
2. Subconscious শব্দটির বাংলা পারিভাষিক শব্দ হলো-
অবচেতন
চেতনাহীন
চেতনাপ্রবাহ
অর্ধচেতন
 
3. Which sentence is correct ?
He is as good as mine
He is as good as myself
He is as good as I
He is as good as me
 

4. "সব ঝিনুকে মুক্তা মেলে না" এই বাক্যে ঝিনুকে শব্দটি কোন কারকে কোন বিভক্তি ? দানে সপ্তমী
কর্তায় দ্বিতীয়া
কর্মে দ্বিতীয়া
অপাদানে সপ্তমী
অধিকরণে সপ্তমী
 
5. 'শ্বশ্রু' এর অর্থ কি ?
শশুর
দাড়ি-গোঁফ
শাশুড়ি
অশ্রু
 
6. লোকসাহিত্য কাকে বলে ?
লোক সাধারনের কল্যাণে দেবতার স্তুতিমূলক রচনাকে
গ্রামের অশিক্ষিত ও অক্ষত লোকদের সৃষ্ট রচনাকে
গ্রামীন নরনারীর প্রনয় সংবলিত উপাখ্যানকে
লোকের মুখে মুখে প্রচলিত কাহিনী গান ছড়া ইত্যাদিকে
 

       

Try Again

Back To MCQ Page