Learn and Examine Yourself

প্রাইমারি পরীক্ষা
সহকারী শিক্ষক ০১.০৬.১৮
 
1. "সব ঝিনুকে মুক্তা মেলে না" এই বাক্যে ঝিনুকে শব্দটি কোন কারকে কোন বিভক্তি ? দানে সপ্তমী
কর্তায় দ্বিতীয়া
কর্মে দ্বিতীয়া
অপাদানে সপ্তমী
অধিকরণে সপ্তমী
 
2. "এ জগতে হায়, সেই বেশি চায় আছে যার ভুরি ভুরি। রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি"- চরণদ্বয় রবীন্দ্রনাথের কোন কবিতার অংশ-
দেবতার গ্রাস
দুই বিঘা জমি
পুরাতন ভৃত্য
নিষ্ফল উপহার
 
3. বাংলাদেশের কোন নদী প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হিসাবে পরিচিত?
যমুনা
হালদা
সুরমা
মেঘনা
 
4. শুদ্ধ বানান কোনটি?
ভবিষ্যৎ
দীর্ঘজীবি
সমীচিন
আশির্বাদ
 
5. বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি ?
নিঝুম দ্বীপ
মহেশখালী
সেন্টমার্টিন
ছেড়া দ্বীপ
 
6. স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে চরমপত্র পাঠ করতেন -
সুনীল গঙ্গোপাধ্যায়
আব্দুল হান্নান
এম আর আখতার মুকুল
আব্দুল গাফফার চৌধুরী
 

7. 'ব্যষ্টি' এর বিপরীতার্থক শব্দ কোনটি ?
সমষ্টি
ভবিষ্যৎ
সৃষ্টি
বৃদ্ধি
 
8. অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয় কোনটি?
হরমোন
লালা
পিত্তরস
পেপসিন
 
9. 'নাটিকা' কোন অর্থে স্ত্রীবাচক শব্দ ?
সাদৃশ্য অর্থে
ক্ষুদ্রার্থে
ব্যাঙ্গার্থে
ক্ষুদ্রার্থে
 
10. বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবি কি ছিলো?
সিপাহী
ক্যাপ্টেন
ল্যান্স নায়েক
লেফটেন্যান্ট
 

       

Try Again

Back To MCQ Page