Learn and Examine Yourself

প্রাইমারি পরীক্ষা
সহকারী শিক্ষক ১১.০৫.১৮
 
1. 'মনীষা' শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
মনঃ + ঈষা
মনি+ঈষা
মনস্ + ঈষা
মনী + ইষা
 
2. সারাংশে নিচের কোনটির প্রয়োজন নেই ?
সংক্ষেপণ
প্রাঞ্জলতা
সরলতা
অলঙ্কার
 
3. 'দিবারাত্রির কাব্য' কার লেখা ?
গোলাম মোস্তফা
সুফিয়া কামাল
মানিক বন্দোপাধ্যায়
বন্দে আলী মিয়া
 
4. সংযোগজ্ঞাপক সর্বনাম কোনটি?
যে
তাবৎ
কিছু
স্বয়ং
 
5. একটি বাড়ি ৪০ ফুট উঁচু। একটি মইয়ের তলদেশ মাটিতে বাড়িটির দেয়াল থেকে ৯ ফুট দূরে রাখা আছে। উপরে মইটি বাড়িটির ছাদ ছুয়ে আছে। উপরে মইটি বাড়িটির ছাদ ছুয়ে আছে। মইটি কত ফুট লম্বা?
৪৫
৪১
৪৭
৪২
 
6. একটি কলম ও বইয়ের মূল্য একত্রে ৯৫ টাকা। কলমটির মূল্য ১৫ টাকা বেশি এবং বইটির মূল্য ১৪ টাকা কম হলে, বইটির মূল্যের দ্বিগুণ হতো। বইটির মূল্য কত টাকা ?
৪০
কোনোটিই নয়
৪৬
৪৯
 

7. ৫০০ টাকার ৪ বছরের সুদ এবং ৬০০ টাকার ৫ বছরের সুদ একত্রে ৫০০ টাকা হলে, সুদের হার কত ?
৬%
১০%
১২%
৫%
 
8. We couldn't buy anything because ---- of the shops was open.
none
all
nothing
no one
 
9.    ÷ = কত?
 
10. which one of the following is an adverb.
Someone
Someday
Somebody
Something
 

       

Try Again

Back To MCQ Page