Learn and Examine Yourself

বিসিএস পরীক্ষা
৩৯তম বিসিএস (স্বাস্থ্য ক্যাডার)
 
1. নিচের কোনটি মৌলিক সংখ্যা?
৪৭
৮৭
৯১
১৪৩
 
2. ঘড়িতে ৮ টা বাজে তখন ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হবে?
°
  ° 
    °
      °
 
3. যদি 2×3=812 ,4×5=1620 হয় তবে   6×7=? =?
2428
2442
42
1214
 
4. "Hand out" - এর শুদ্ধ বাংলা পরিভাষা হচ্ছে:
হস্তপত্র
জ্ঞাপনপত্র
তথ্যপত্র
প্রচারপত্র
 
5. c={x:x ঋণাত্মক পূর্ণসংখ্যা এবং x2<18}; c সেটের উপাদানগুলো হবে_
1,2,3,5
1,3,5,7
2,4,6,8
-1, -2, -3, - 4,
 
6. স্বাধীনতা পদক প্রাপ্ত ব্যক্তিত্ব হলেন__
সতীন সরকার
সৈয়দ আলী আহসান
সৈয়দ শামসুল হক
নিজে চেষ্টা করুন
 

7. একজন লোক A অবস্থান থেকে হেঁটে ডান দিকে ১০ ফুট, অত:পর বামদিকে ২০ ফুট , তারপর বামদিকে ২০ ফুট এবং সবশেষে বামদিকে ২০ ফুট গিয়ে B অবস্থানে পৌঁছাল। A ও B এর মধ্যকার দূরত্ব কত ফুট?
৩০ ফুট
৪০ ফুট
১০ ফুট
২০ ফুট
 
8. ট্রাম্প-কিম শীর্ষ বৈঠকটি সিঙ্গাপুরের কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
ইস্টানা আইল্যান্ড
সেনার আয়ল্যান্ড
ম্যারিনা বে
সেন্তোসা
 
9. কোন সালে হিটলার জার্মান চ্যান্সেলর নিযুক্ত হন?
১৯৩৩
১৯৩৪
১৯৩১
১৯৩২
 
10. The warning of the authority falls on deaf ears. Here warning does the function of __
adverb
adjective
verb
noun
 

       

Try Again

Back To MCQ Page